যুব প্রতিবন্ধী উদ্যোক্তাদের নিয়ে কাজ করবে কিউকে আহমদ ফাউন্ডেশন ও ডিআরআরএ

রিপোর্ট

প্রকাশ :

সংশোধিত :

যুব প্রতিবন্ধী উদ্যোক্তা ও উদ্যোগ গ্রহণে আগ্রহী যুব প্রতিবন্ধী ব্যক্তিদের এগিয়ে দিতে এক যোগে কাজ করবে কিউকে আহমদ ফাউন্ডেশন এবং ডিজএবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ)।

সোমবার রাজধানীর কিউকে আহমদ ফাউন্ডেশন কার্যালয়ে এ বিষয়ে দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমঝোতা চুক্তিতে কিউকে আহমদ ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী কমিটির সদস্য ও ব্যবস্থাপনা উপদেষ্টা খলিল এবং  ডিআরআরএ এর পক্ষে নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কিউকে আহমদ ফাউন্ডেশনের ভাইস চ্যেযারম্যান ড. মো. জসীম উদ্দিন এবং ডিআরআরএ এর কমিউানকেশন, অ্যাডভোকেসী অ্যান্ড রিসোর্স মোবিলাইজেশন এর উপদেষ্টা স্বপনা রেজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ডিআরআরএ প্রথমবারের মতো বাংলাদেশে যুব প্রতিবন্ধী উদ্যোক্তা ও উদ্যোগ গ্রহণে আগ্রহী যুব প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে একটি অনলাইন সম্মেলনের আয়োজন করে। যেখানে যুব প্রতিবন্ধী উদ্যোক্তারা নিজেদের সফলতার গল্প বলেন, স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেন। এরই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে পাঁচজন যুব প্রতিবন্ধী উদ্যোক্তার উদ্যোগকে এগিয়ে দিতে ও তাদের অর্থনৈতিক উন্নয়নকে স্থায়ী রূপ দিতে কিউকে আহমদ ফাউন্ডেশন এবং ডিআরআরএ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়।

কিউকে আহমদ ফাউন্ডেশন একুশে পদকে অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ এর নামে প্রতিষ্ঠিত একটি সেবামূলক সংগঠন। আর ডিআরআরএ দীর্ঘ ২৫ বছর যাবত প্রতিবন্ধী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর