টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেলেন উপদেষ্টা নাহিদ

রিপোর্ট

প্রকাশ :

সংশোধিত :

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ২০২৪ সালের জন্য টাইম ম্যাগাজিনের 'টাইম-হান্ড্রেড নেক্সট' তালিকায় স্থান পেয়েছেন। তালিকাটি রাজনীতি, অ্যাক্টিভিজম এবং ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যত গঠন করছে এমন বিশ্বব্যাপী ১০০ জন উদীয়মান নেতাকে স্বীকৃতি দেয়। 

টাইম-এর প্রোফাইলে ছাত্র আন্দোলনে নাহিদের ভূমিকাকে তুলে ধরেছে। যে আন্দোলনের মধ্য দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ হয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের স্নাতক ২৬ বছর বয়সী নাহিদ ইসলাম এখন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুই তরুণ মন্ত্রীর একজন।

টাইম ম্যাগাজিনের মতে, নাহিদের বর্তমান কাজ হল 'ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকারের ১৫ বছরের শাসনামলে ক্ষতিগ্রস্থ গণতান্ত্রিক ব্যবস্থাকে মেরামত করা।' 

সর্বশেষ খবর