নারীর ক্ষমতায়ন নিয়ে এফই-এর গোলটেবিল বৈঠক চলছে

প্রকাশ :

সংশোধিত :

"নারীর ক্ষমতায়ন: একটি টেকসই ভবিষ্যতের জন্য সমতা" শিরোনামে রাজধানীর একটি হোটেলে দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এ বৈঠক চলমান। 

নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হালিদা হানুম আখতার প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থির রয়েছেন বাংলাদেশের ব্যাংকের নির্বাহী পরিচালক কাকলি জাহান আহমেদ। 

আলোচনাটি পরিচালনা করছেন দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ। 

এ বৈঠকে নীতি নির্ধারক, কর্পোরেট নেতা, উদ্যোক্তা, এবং নারী অধিকার কর্মীরা একত্রিত হয়েছেন, যারা নারীদের ক্ষমতায়নের মাধ্যমে লিঙ্গ সমতা প্রচার এবং টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে আলোচনা করবেন।

হোসনে আরা লোমা, নেস্টলে বাংলাদেশের মানবসম্পদ পরিচালক মূল বক্তব্য প্রদান করবেন। সেশনটির সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব। 

সর্বশেষ খবর