যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে মামলায় শক্ত প্রমাণ মিলেছে
প্রকাশ :
সংশোধিত :
এবার ভারতের আলোচিত ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতি মামলায় প্রমাণ পাওয়ার দাবি করেছেন মার্কিন প্রসিকিউটররা। তারা জানান, আদানির ভাতিজা সাগর আদানির মোবাইল ফোনে ঘুষ সংক্রান্ত নোট পাওয়া গেছে। যেখানে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার প্রমাণও রয়েছে।
এদিকে ঘুষ লেনদেন ও বিনিয়োগকারীদের মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ গেল মাসে মার্কিন আদালতে অভিযুক্ত হন ভারতের আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি, তার ভাতিজা সাগর ও গ্রুপের এক নির্বাহী। এবার অভিযোগের সপক্ষে প্রমাণ পাওয়ার কথা জানালো যুক্তরাষ্ট্রে ব্রুকলিন আদালতের প্রসিকিউটররা।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মামলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতীয় কর্মকর্তাদের সাক্ষ্য সংগ্রহ। যা নয়াদিল্লির সহযোগিতা ছাড়া সম্ভব নয়।
এর আগে এ মামলায় আদানির ভাতিজাকে গ্রেফতারে ওয়ারেন্স জারি এবং ১৭ মার্চের মধ্যে আদালতে হাজির করতে এফবিআইকে নির্দেশ দিয়েছিলেন ব্রুকলিনের আদালত, যার কপি ই-মেইল করা হয়েছিল গৌতম আদানিকে। তবে এ বিষয়ে কোনো অনুরোধ না পাওয়ার দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
অন্যদিকে সাগর আদানির মোবাইল ফোনে ঘুষ সংক্রান্ত নোট পেয়ে প্রসিকিউটররা জানান, এসব প্রমাণে স্পষ্ট যে, বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন সাগর আদানি ও গৌতম আদানি। এই মামলাটি কেবল ঘুষ লেনদেন নয় বরং মার্কিন পুঁজিবাজারের সুরক্ষার বিষয় হিসেবেও গুরুত্বপূর্ণ।