ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪০

প্রকাশ :
সংশোধিত :

ভিয়েতনামের মধ্যাঞ্চলে এক সপ্তাহের টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা মঙ্গলবার বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এরই মধ্যে আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কালমেগি’ ক্ষতিগ্রস্ত অঞ্চলটির দিকে ধেয়ে আসছে।
ভিয়েতনামের মধ্যাঞ্চল প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে। সড়কগুলো খাল-নালায় পরিণত হয়েছে, নদীর বাঁধ ভেঙে গেছে এবং দেশটির বহু ঐতিহাসিক স্থান পানিতে ডুবে গেছে। দেশটিতে রেকর্ড একদিনে সর্বোচ্চ ১.৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন। গত রোববার বলা হয়েছিল, ৩৫ জন নিহত হয়েছে। তবে আজ ৪০ জনের প্রাণহানির তথ্য প্রকাশ্যে এলো।
জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, শুক্রবার ভোরে ঘূর্ণিঝড় ‘কালমেগি’ উপকূলে আঘাত হানতে পারে, ফলে চরম আবহাওয়ার এই ধারা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.