ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, একদিনেই মৃত্যু ৬ জনের

প্রকাশ :
সংশোধিত :

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩৭৮ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৩৩ জনে পৌঁছেছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছয়জনের।
রোববার (৮ জুন) ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্যে এসব তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, শনিবার (৭ জুন) থেকে রবিবার সকাল পর্যন্ত ৭৫৩ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ সময়ের মধ্যে সর্বাধিক সংক্রমণ ধরা পড়েছে কেরালায়, এরপর গুজরাট ও পশ্চিমবঙ্গ।
মৃত ছয়জনের মধ্যে কর্ণাটকে দুজন, কেরালায় তিনজন এবং তামিলনাড়ুতে একজন মারা গেছেন। কর্ণাটকের দুই মৃতের মধ্যে একজন চার বছর বয়সি শিশু, যিনি কোর পালমোনালে ও পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনে ভুগছিলেন এবং কোভিড-১৯ পজিটিভ ছিলেন। অপরজন ৭৮ বছর বয়সি বৃদ্ধ, যিনি ইস্কেমিক হার্ট ডিজিজ ও ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরায় আক্রান্ত ছিলেন।
কেরালায় মৃত তিনজনের মধ্যে একজন ৫১ বছর বয়সি পুরুষ, যিনি এসএইচটি ও সিএডিতে ভুগছিলেন। বাকি দুইজনের বয়স যথাক্রমে ৬৪ ও ৯২ বছর, এবং তাদেরও নানা জটিল রোগ ছিল।
তামিলনাড়ুতে মৃত্যুবরণকারী ৪২ বছর বয়সি একজন ব্যক্তি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অ্যাকিউট কিডনি ডিজিজ এবং খিঁচুনি রোগে আক্রান্ত ছিলেন।


For all latest news, follow The Financial Express Google News channel.