ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, একদিনেই মৃত্যু ৬ জনের

ফাইল ছবি
ফাইল ছবি

প্রকাশ :

সংশোধিত :

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩৭৮ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৩৩ জনে পৌঁছেছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছয়জনের।

রোববার (৮ জুন) ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্যে এসব তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, শনিবার (৭ জুন) থেকে রবিবার সকাল পর্যন্ত ৭৫৩ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ সময়ের মধ্যে সর্বাধিক সংক্রমণ ধরা পড়েছে কেরালায়, এরপর গুজরাট ও পশ্চিমবঙ্গ।

মৃত ছয়জনের মধ্যে কর্ণাটকে দুজন, কেরালায় তিনজন এবং তামিলনাড়ুতে একজন মারা গেছেন। কর্ণাটকের দুই মৃতের মধ্যে একজন চার বছর বয়সি শিশু, যিনি কোর পালমোনালে ও পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনে ভুগছিলেন এবং কোভিড-১৯ পজিটিভ ছিলেন। অপরজন ৭৮ বছর বয়সি বৃদ্ধ, যিনি ইস্কেমিক হার্ট ডিজিজ ও ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরায় আক্রান্ত ছিলেন।

কেরালায় মৃত তিনজনের মধ্যে একজন ৫১ বছর বয়সি পুরুষ, যিনি এসএইচটি ও সিএডিতে ভুগছিলেন। বাকি দুইজনের বয়স যথাক্রমে ৬৪ ও ৯২ বছর, এবং তাদেরও নানা জটিল রোগ ছিল।

তামিলনাড়ুতে মৃত্যুবরণকারী ৪২ বছর বয়সি একজন ব্যক্তি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অ্যাকিউট কিডনি ডিজিজ এবং খিঁচুনি রোগে আক্রান্ত ছিলেন। 

সর্বশেষ খবর