ট্রাম্পকে খোঁচা নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানির: ‘আওয়াজটা বাড়িয়ে দিন’

প্রকাশ :

সংশোধিত :

নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি খোঁচা দিয়েছেন জোহরান মামদানি।

বুধবার (০৫ নভেম্বর) সমর্থকদের সামনে বিজয়ী ভাষণে মামদানি বলেন, “ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার তিনটি শব্দ আছে: আওয়াজটা বাড়িয়ে দিন।”

রয়টার্সের খবরে বলা হয়েছে, এই বক্তব্য সম্ভবত মেয়র মামদানি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কের প্রথম ইঙ্গিত। দুজনই নিউ ইয়র্ক শহরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

মামদানি বিশেষ করে অভিবাসন নীতি ও নিউ ইয়র্ক শহরের বিষয়ে ট্রাম্পের পদক্ষেপের কঠোর বিরোধিতা করেছেন, যা তার প্রচারণার মূল ভিত্তি। আগামী তিন বছরে ট্রাম্পের সঙ্গে তীব্র রাজনৈতিক বিতর্কে তার ক্ষমতা পরীক্ষা হবে।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “কীভাবে তাকে পরাজিত করতে হবে ডনাল্ড ট্রাম্পের বিশ্বাসঘাতকতার মুখে পড়া জাতিকে যদি কেউ তা দেখাতে পারে, তাহলে সেটি এই শহর যেখানে তিনি বেড়ে উঠেছেন। রাজনৈতিক অন্ধকারের এই মুহূর্তে নিউ ইয়র্ক আলো দেখাবে।”

মামদানি আরও বলেন, “আর যদি কোনো স্বৈরশাসককে ভয় দেখানোর কোনো উপায় থাকে, সেটি হল যে শর্তগুলো তাকে ক্ষমতাবান হয়ে উঠতে সাহায্য করে সেগুলো ভেঙে ফেলা। এটা শুধু ট্রাম্পকে কীভাবে থামাতে হবে তা নয়, পরের জনকেও কীভাবে থামাতে হবে তাও।” 

ভোটের আগেই ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন, গণতান্ত্রিক সমাজতন্ত্রী মামদানি নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলে তিনি নগরীটির শত শত কোটি ডলারের ফেডারেল তহবিল আটকে রাখবেন।

ট্রাম্প বারবার তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে প্রেসিডেন্টের ব্যাপক ক্ষমতা ব্যবহার করছেন। 

মামদানি তার সামনে থাকা চ্যালেঞ্জ স্বীকার করেছেন, কিন্তু লড়াই করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “আমাদের কারও কাছে যেতে হলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে, প্রেসিডেন্ট ট্রাম্প।” 

সর্বশেষ খবর