ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা, ‘ডাকাতদের আখড়া’ হতে পারে বিশ্ব: জার্মান প্রেসিডেন্ট

প্রকাশ :

সংশোধিত :

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন। সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানান হয়,  তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বৈশ্বিক ব্যবস্থাকে যেন ‘ডাকাতদের আখড়া’তে পরিণত হতে না দেওয়া হয়।

সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মতো পদক্ষেপের প্রসঙ্গ টেনে স্টেইনমায়ার বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় এখন বিশ্বজুড়ে গণতন্ত্রের ওপর আক্রমণ বাড়ছে।

রয়টার্স উল্লেখ করেছে, জার্মান প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক হলেও তার বক্তব্য গুরুত্ব বহন করে। কারণ, তিনি রাজনীতিবিদদের তুলনায় তুলনামূলকভাবে বেশি স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারেন।

বুধবার (৭ জানুয়ারি) রাতে এক সিম্পোজিয়ামে স্টেইনমায়ার বলেন, যুক্তরাষ্ট্র এই বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সেই দেশের মধ্যেই এখন মূল্যবোধের অবক্ষয় শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ‘বিশ্বকে ডাকাতদের আস্তানায় পরিণত হওয়া থেকে রক্ষা করতে হবে। এমন একটি জায়গা, যেখানে সবচেয়ে অসাধুরা সবকিছু লুটে নেয়, যেখানে অঞ্চল বা পুরো দেশকে কয়েকটি পরাশক্তির সম্পত্তি হিসেবে দেখা হয়।’

স্টেইনমায়ারের মতে, বর্তমান হুমকিপূর্ণ পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি। তিনি বলেন, ব্রাজিল ও ভারতের মতো দেশগুলোর এগিয়ে এসে বৈশ্বিক ব্যবস্থা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

সর্বশেষ খবর