তেলেঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ১৯ জন নিহত

প্রকাশ :
সংশোধিত :

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বিকারাবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।
সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে বিকারাবাদ–হায়দরাবাদ মহাসড়কের চেভেলায় দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, বাসটি মিরজাগুদা থেকে রাঙ্গারেড্ডির দিকে যাচ্ছিল এবং এতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।
রাজ্য পুলিশ জানিয়েছে, একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর ট্রাকটি উল্টে যায় এবং তাতে থাকা পাথর বাসের ওপর পড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। এতে ঘটনাস্থলেই বহু মানুষ নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.