অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

প্রকাশ :

সংশোধিত :

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘাতের মধ্যেই দুই দেশের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, দোহায় চলমান আলোচনার শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। 

গত ১১ সেপ্টেম্বর রাতে আফগান বাহিনীর আকস্মিক হামলায় পাকিস্তানের সীমান্ত পোস্টে উত্তেজনা শুরু হয়। টানা কয়েক দিনের সংঘাতে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হন। আর পাকিস্তানের পাল্টা হামলায় আফগান তালেবানের প্রায় ২০০ যোদ্ধা প্রাণ হারান। পরে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। যা শেষ হয় শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায়।

কূটনৈতিক সূত্র বলছে, তালেবানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। স্থানীয় সময় শনিবার থেকে দোহায় উচ্চপর্যায়ের আলোচনায় বসছে দুই দেশ। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জটিল হলেও সীমান্ত সংকট সমাধানযোগ্য। ইসলামাবাদ জানিয়েছে, কূটনীতি ও আলোচনাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতেও প্রস্তুত দেশটি।

পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ডে এখনও সক্রিয় রয়েছে পাকিস্তানবিরোধী সংগঠন ‘ফিতনা আল খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল হিন্দুস্তান’। ইসলামাবাদ চায় এসব গোষ্ঠীর বিরুদ্ধে তালেবান সরকারের দৃশ্যমান পদক্ষেপ।
 
তবে কাবুল বলছে, আফগানিস্তানে আর কোনো সন্ত্রাসী সংগঠন সক্রিয় নেই এবং আঞ্চলিক শান্তি প্রত্যেককে নিজের ভেতর থেকেই স্থাপন করতে হবে।
 
এদিকে কূটনৈতিক আলোচনার মধ্যেই আফগানিস্তানে আবারও বিমান হামলার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ অক্টোবর) খামা প্রেস জানিয়েছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এ ঘটনার পর পাল্টা হামলা চালায় আফগান বাহিনী। নতুন করে এই হামলার বিষয়ে ইসলামাবাদ কোনো মন্তব্য করেনি। 

সর্বশেষ খবর