লুইভিলে ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত, অন্তত ৭ নিহত ও ১১ আহত

প্রকাশ :
সংশোধিত :

যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইভিল শহরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পরপরই ইউপিএসের একটি কার্গো বিমান বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের তিনজন ক্রুসদস্যসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার বিকালে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। আগুনে ধ্বংসপ্রাপ্ত বিমানটি পড়ার সময় আশপাশের শিল্পাঞ্চলের একাধিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে মাটিতে আরও ১১ জন আহত হন।
লুইভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং বেঁচে থাকা আহতদের আঘাত গুরুতর।
রয়টার্স জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ইউপিএস ফ্লাইট ২৯৭৬, যা লুইভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে হাওয়াইয়ের হনলুলুর উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনার কারণে বিমানবন্দর থেকে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
লুইভিলে ইউপিএসের বিশ্বব্যাপী কার্গো হাব ‘ওয়ার্ল্ডপোর্ট’ অবস্থিত, যা প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় মালবাহী কেন্দ্র। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।
ইউপিএস এক বিবৃতিতে জানিয়েছে, “লুইভিলের দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমাদের সমবেদনা।” এছাড়া বলা হয়েছে, দুর্ঘটনার কারণে কিছু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ডেলিভারিতে বিলম্ব হতে পারে, তবে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।
দুর্ঘটনার সময় ভিডিওতে দেখা গেছে, উড্ডয়নের সঙ্গে সঙ্গে বিমানের নিচের অংশে আগুন দেখা দেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই বিমান আকাশে বিস্ফোরিত হয়। আগুনে আশপাশের শিল্পাঞ্চলের কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি ৩৪ বছর বয়সী এমডি-১১ মডেল, যা বিকাল ৫টা ১৫ মিনিটে উড্ডয়ন করার পরপরই বিধ্বস্ত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার আগে বিমানের একটি ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়, যা নিয়ন্ত্রণ হারানোর কারণ হতে পারে। এই বিমানটি ২০০৬ সাল থেকে ইউপিএসের বহরে যুক্ত ছিল।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের পর ১৭৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর দ্রুত নিচে নামতে থাকে।
দুর্ঘটনার তদন্ত পরিচালনা করবে মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)। সংস্থাটি জানায়, চূড়ান্ত প্রতিবেদন প্রকাশে ১২ থেকে ২৪ মাস সময় লাগতে পারে।
লুইভিলে ইউপিএসের কর্মীর সংখ্যা ২৬ হাজারের বেশি। স্থানীয় কাউন্সিল সদস্য বেটসি রুহি বলেন, “এই শহর আসলে ইউপিএসের শহর। এখানে প্রায় সবাই কাউকে না কাউকে চেনে, যারা ইউপিএসে কাজ করে। আজ অনেকেই উদ্বিগ্ন প্রিয়জনের খোঁজ নিচ্ছেন, কিন্তু কিছু খবর হয়তো আর ফিরে আসবে না।”


For all latest news, follow The Financial Express Google News channel.