লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন সমর্থক বিক্ষোভে ৪৬৬ গ্রেপ্তার

প্রকাশ :
সংশোধিত :

যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামে একটি ফিলিস্তিনপন্থি সংগঠনের পক্ষে সমর্থন জানিয়ে বিক্ষোভ করায় লন্ডন পুলিশের হাতে অন্তত ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সরকার গত মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (৯ আগস্ট) লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে গাজা ও প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে শত শত মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ আগেই সতর্ক করেছিল যে, এই বিক্ষোভে অংশ নেওয়া যে কেউ গ্রেফতারের মুখোমুখি হতে পারে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুলিশ স্কোয়ারের বিভিন্ন অংশ থেকে বসে থাকা বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে।
‘ডিফেন্ড আওয়ার জুরি’ নামে একটি প্রচার সংগঠন আয়োজিত বিক্ষোভে বিক্ষোভকারীদের হাতে ‘আমি গণহত্যার বিরোধী, আমি ফিলিস্তিনি পদক্ষেপের সমর্থক’ লেখা প্ল্যাকার্ড ও ফিলিস্তিনি পতাকা দেখা গেছে।
রয়টার্সের ভিডিওতে বিক্ষোভকারীদের মধ্যে কেউ ফিলিস্তিনি পতাকার মতো সাদা-কালো স্কার্ফ পরে স্লোগান দিতে শোনা যায়, যেমন ‘আপনাদের লজ্জা হওয়া উচিত’, ‘গাজা থেকে হাত গুটাও’ এবং ‘আমি গণহত্যার বিরোধী, প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থক’।
গত জুলাইয়ে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটিকে নিষিদ্ধ করার প্রস্তাব অনুমোদিত হয়। ব্রিটিশ সরকার জানিয়েছে, গত মে মাসে সংগঠনের কিছু সদস্য দক্ষিণাঞ্চলের একটি বিমানঘাঁটিতে প্রবেশ করে দুইটি সামরিক বিমানের ক্ষতি করে, যার ঘটনায় চারজন অ্যাক্টিভিস্টকে আদালতের আদেশে আটক রাখা হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, এখন থেকে সংগঠনের সদস্য হওয়া বা প্রকাশ্যে এর সমর্থন জানানো অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর জন্য সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

