খালা ও ড. ইউনূসের দ্বন্দ্বের জেরে ক্ষতির মুখে পড়েছি আমি: টিউলিপ সিদ্দিক

প্রকাশ :
সংশোধিত :

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার খালা শেখ হাসিনার মধ্যে দ্বন্দ্বের কারণে তিনিও ক্ষতির মুখে পড়েছেন।
রোববার (১০ আগস্ট) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন পত্রিকাটির প্রধান প্রতিবেদক ড্যানিয়েল বফি।
সাক্ষাৎকারে টিউলিপ দাবি করেন, রূপপুর পারমাণবিক প্রকল্প সংশ্লিষ্ট রাশিয়ান কোম্পানি থেকে অর্থ আত্মসাৎ, ঢাকায় জমি দখলসহ যেসব অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, সেগুলো "সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর"। তিনি বলেন, বাংলাদেশের নোংরা রাজনীতি আমার জীবন বদলে দিয়েছে।
টিউলিপ আরও জানান, তিনি এখনও কোনো আনুষ্ঠানিক তলবপত্র পাননি, অথচ "একটি সাজানো বিচারের" মুখোমুখি হতে যাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এখনও জানি না আমার বিরুদ্ধে অভিযোগগুলো কী কী।
সাক্ষাৎকারে যুক্তরাজ্যে শেখ হাসিনা সরকারের পতনের বিষয়ে টিউলিপ বলেন, "আমি এখানে আমার খালাকে রক্ষা করতে আসিনি। আমি জানি তার সরকারের কীভাবে পতন হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। আমি প্রত্যাশা করি, বাংলাদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত সমাধান পাবে।"
সাক্ষাৎকারে আরও জানা যায়, অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় টিউলিপ তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু ইউনূস তা প্রত্যাখ্যান করেন।
টিউলিপ এ সময় দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ২০১৩ সালে তোলা ছবিটি একটি সামাজিক অনুষ্ঠানের মুহূর্ত ছিল।
এছাড়া তিনি জানান, লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের অর্গানাইজড ক্রাইম এজেন্সি, যার একটি ফ্ল্যাটে তার মা একসময় বসবাস করতেন। তবে টিউলিপ দাবি করেন, এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।”
সূত্র: দ্য গার্ডিয়ান।

