কারাকাসে মার্কিন হামলায় নিহত ১০০: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রকাশ :

সংশোধিত :

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে রাজধানী কারাকাসে পরিচালিত মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো এই তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে কাবেলো বলেন, ‘এ পর্যন্ত, আমি আবার বলছি, এ পর্যন্ত ১০০ জন নিহত এবং প্রায় একই সংখ্যক মানুষ আহত হয়েছেন। আমাদের দেশের ওপর এই হামলা ছিল ভয়াবহ।'

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আটকের সময় মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আহত হন। তবে তারা বর্তমানে ‘সুস্থ হয়ে উঠছেন’।চলতি সপ্তাহে নিউইয়র্কের এক আদালতে হাজির করার সময় উভয়কেই নিজের পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে।

সর্বশেষ খবর