গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫১

প্রকাশ :
সংশোধিত :

গাজা ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৫১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। ফলে, চলমান সহিংসতায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৫২ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আহত আরও ১১৩ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন মোট ১ লাখ ১৭ হাজার ৯০৫ জন। অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, যাদের উদ্ধারে উদ্ধারকর্মীরা প্রচণ্ড বাধার সম্মুখীন হচ্ছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে গাজায় শুরু হওয়া নতুন দফার বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ২৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৫ হাজার ৮০০ জন আহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই ইসরায়েল এই হামলা শুরু করেছে।
জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের এই নৃশংস অভিযানের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছেন। একইসঙ্গে, উপত্যকাটির বেশিরভাগ অবকাঠামো ধ্বংস বা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

