গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন

প্রকাশ :

সংশোধিত :

গাজায় ইসরায়েলি বাহিনী গণহত্যা “গণহত্যা” চালাচ্ছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা এসব কর্মকাণ্ড উসকে দিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে  হত্যাকাণ্ডের ব্যাপক পরিসর, সহায়তা পৌঁছানো বন্ধ করা, জোরপূর্বক নাগরিকদের স্থানচ্যুত করা এবং একটি প্রজনন‐ক্লিনিক ধ্বংস করার মতো উদাহরণ তুলে ধরে গণহত্যার সংজ্ঞা প্রযোজ্য হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। 

জাতিসংঘের গাজা ইস্যুতে গঠন করা এ তদন্ত কমিশনের প্রধান এবং সাবেক আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক নাভি পিললে জেনেভায় সংবাদ সম্মেলনে বলেন, “আজ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি ‘কখনো আবার নয়’—এই প্রতিশ্রুতি কীভাবে ভঙ্গ হচ্ছে,” 

তিনি আর বলেন, “এই ন্যাক্কারজনক অপরাধের জন্য দায়ী ইসরায়েলি কর্তৃপক্ষ, যারা প্রায় দুই বছর ধরে গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে একটি গণহত্যামূলক অভিযান পরিচালনা করছে।” 

তবে জেনেভায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন প্রতিবেদনটিকে নিন্দনীয় ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন এবং বলছেন এটি হামাসের পক্ষে কাজ করা হয়েছে।  

তদন্ত কমিশন উল্লেখ করেছে যে তারা চারটি ঘটনার ভিত্তিতে গণহত্যার প্রমাণ পেয়েছে: হত্যাকাণ্ড, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি, জীবনবোধের শর্তসাপেক্ষে ধ্বংসাত্মক পরিবেশ তৈরি করা, এবং জন্ম রোধের প্রচেষ্টা। 

সর্বশেষ খবর