এক ঘণ্টার অভিযানে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক

প্রকাশ :

সংশোধিত :

মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় মাত্র এক ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ১৭১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় চালানো এই অভিযানে অংশ নেয় ১৬০ জন ইমিগ্রেশন কর্মকর্তা। অভিযান চলাকালে ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যাদের মধ্যে ২৫৪ জন স্থানীয় এবং বাকিরা অভিবাসী। এছাড়া ১৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওথমান জানিয়েছেন, আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। এদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

বাসরি বলেন, “ভিসার মেয়াদ শেষ হলেও অবস্থান করা, অভিবাসন আইন লঙ্ঘন এবং বৈধ পরিচয়পত্র না রাখার কারণে তাদের আটক করা হয়েছে। কেউ কেউ দোকানের ক্রেতা সেজে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়।”

আটক সবাইকে সেলাঙ্গরের বারানাংয়ের অস্থায়ী ইমিগ্রেশন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, গত ২৫ জুলাই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ না হওয়ায় ৮০ বাংলাদেশিসহ ৯৯ জন বিদেশিকে ফেরত পাঠানো হয়।

সেদিন বিমানবন্দরের টার্মিনাল-১-এ সাত ঘণ্টার বিশেষ অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীর তথ্য যাচাই করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM)। উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। 

সর্বশেষ খবর