বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ :

সংশোধিত :

২০২৬ সালের জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এই নির্দেশনার আওতায় শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশে আগ্রহী নাগরিকরা ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

তবে যারা বৈধ ভিসা নিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। 

আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলো হলো: বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে দেশটির সরকার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে:

  • নিরাপত্তা উদ্বেগ: সন্ত্রাসবাদ বা বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা।
  •  ভূরাজনৈতিক টানাপোড়েন: সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের জটিলতা।
  •  স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণ: কোভিড-১৯ বা অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি মোকাবেলা।

বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞা সাময়িক এবং আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য পর্যালোচনার ভিত্তিতে ভবিষ্যতে এর পরিবর্তন হতে পারে।

সর্বশেষ খবর