বাহরাইনে বাংলাদেশিদের জন্য ভিসা পুনঃউদ্বোধনের দাবি পররাষ্ট্র উপদেষ্টার

প্রকাশ :
সংশোধিত :

মানব ও অর্থনৈতিক যোগাযোগ জোরদার করার লক্ষ্য নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বাহরাইনের উপ-অভ্যন্তরীণ মন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদেলকে বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালুর আবেদন জানিয়েছেন। বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী এবং দক্ষ ও অর্ধ-দক্ষ শ্রমিকদের এই সুবিধা পুনরায় চালু করার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির দিকে জোর দেওয়া হয়েছে।
শনিবার (০১ নভেম্বর) ২১তম আইআইএসএস মানামা ডায়লগ চলাকালীন পররাষ্ট্র উপদেষ্টা এ আবেদন জানান।
এ সময় উপদেষ্টা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বও বিশেষভাবে উল্লেখ করেছেন এবং আঞ্চলিক ঐক্য ও সমন্বয় বৃদ্ধিতে বাহরাইনের গঠনমূলক নেতৃত্বের প্রশংসা করেছেন।
তিনি আরও আহ্বান জানিয়েছেন যে, বাহরাইন সরকার বাংলাদেশি নাগরিকদের পরিবারের জন্য ভিসা প্রদান পুনর্বিবেচনা করলে কমিউনিটির কল্যাণ এবং সামাজিক বন্ধন আরও মজবুত হবে। এই তথ্য সংবাদ সংস্থা সূত্রে বিদেশ মন্ত্রণালয়ের প্রেস রিলিজে প্রকাশিত হয়েছে।
বাহরাইনের উপ-অভ্যন্তরীণ মন্ত্রী বাংলাদেশি সম্প্রদায়ের দেশটির অর্থনীতিতে অবদানকে গুরুত্বসহকারে স্বীকৃতি দিয়ে জানান, তাদের সরকার পর্যায়ক্রমে বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা পুনঃউদ্বোধনের কাজ করছে।
এ সময় উভয় পক্ষ দুই দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর সম্পর্কিত একটি চুক্তি সমাপ্তির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.