আরও তিন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস

প্রকাশ :
সংশোধিত :

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস দখলদার ইসরায়েলের কাছে আরও তিন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। গতকাল রোববার (০২ নভেম্বর) রাতে মরদেহগুলো আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) হাতে তুলে দেওয়া হয়। পরে সংস্থাটি মরদেহগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়, যা ১৩ অক্টোবর থেকে কার্যকর হয়। ওই চুক্তির আওতায় প্রথমে হামাস ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেয়। এখন তারা ধীরে ধীরে নিহত জিম্মিদের মরদেহ ফেরত দিচ্ছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, “রেডক্রসের মাধ্যমে ইসরায়েল তিন মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে। মরদেহগুলো গাজায় অবস্থানরত প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে শনাক্তের জন্য মরদেহগুলো পরিচয় নির্ধারণ কেন্দ্রে পাঠানো হবে।”
হামাসের সশস্ত্র শাখা জানায়, রোববার সকালে দক্ষিণ গাজার একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে তারা মরদেহগুলো উদ্ধার করে।
যদি এই তিন জিম্মির পরিচয় নিশ্চিত করা যায়, তাহলে যুদ্ধবিরতির পর হামাসের হস্তান্তর করা মৃত জিম্মির সংখ্যা দাঁড়াবে ২০ জনে। গত মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার সময় হামাসের কাছে ২৮ জন জিম্মির মরদেহ ছিল।
এখন পর্যন্ত ফেরত দেওয়া ১৭টি মরদেহের মধ্যে ১৫ জন ইসরায়েলি, একজন থাই নাগরিক এবং একজন নেপালের নাগরিকের বলে নিশ্চিত হয়েছে।
ইসরায়েল অভিযোগ করছে, হামাস ইচ্ছাকৃতভাবে মরদেহগুলো ফেরত দিতে বিলম্ব করছে। তবে হামাসের দাবি, মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় সেগুলো উদ্ধার করতে সময় লাগছে।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.