আগামী ৩৬ ঘণ্টার মধ্যে হামলা করতে পারে ভারত: তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার

প্রকাশ :
সংশোধিত :

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে ভারত—এমন আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, ভারত পাকিস্তানকে দোষারোপ করে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপরই পাকিস্তান সতর্কবার্তা দেয়।
আতাউল্লাহ ভারতের একক ও বেপরোয়া পদক্ষেপের সমালোচনা করে বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার এবং সব ধরনের সন্ত্রাসের বিরোধী। পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্তে পাকিস্তান প্রস্তুত, তবে ভারত তা এড়িয়ে যেতে চাইছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি সামরিক পদক্ষেপ নেয়, তবে পাকিস্তানও উপযুক্ত জবাব দেবে। একইসঙ্গে, তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান।
গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে লস্কর-ই-তৈয়বার এক উপশাখার হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করা হচ্ছে। হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

