আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০ ছাড়ালো

প্রকাশ :
সংশোধিত :

আফগানিস্তানের উত্তরাঞ্চলে রোববার গভীর রাতে আঘাত হানা ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০ জন ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার (০৩ নভেম্বর) এ তথ্য জানায়। একই ঘটনায় প্রায় ৩২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদসংস্থা এএফপি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ভিডিও বার্তায় বলেন, বালখ ও সামাঙ্গান প্রদেশে বহু মানুষ আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা ২০-এর বেশি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাত একটার দিকে ভূমিকম্পটি অনুভূত হয় এবং এর গভীরতা ছিল ২৮ কিলোমিটার। কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের নিকটে। ইউএসজিএস সতর্ক করেছে, এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এবং সম্ভাব্য ব্যাপক বিপর্যয় হতে পারে।
মাজার-ই-শরিফে পাঁচ লাখের বেশি মানুষ বসবাস করেন। ভূমিকম্পের ধাক্কা অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তার আশঙ্কায় অনেক মানুষ রাস্তায় নেমে আসে। বালখের তালিবান মুখপাত্র একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে মাজার-ই-শরিফের ঐতিহাসিক ব্লু মসজিদ প্রাঙ্গণ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই কমপ্লেক্সে প্রথম শিয়া ইমামের সমাধি অবস্থিত বলে জানা গেছে। কাবুল পুলিশের তালিবান মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন।
এর আগে গত অগাস্টে আফগানিস্তানের পর্বতময় পূর্বাঞ্চলে ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যেখানে এক হাজারের বেশি মানুষ মারা যান। গ্রামীণ এলাকায় মাটি ও কাঠ ব্যবহার করে ঘরবাড়ি নির্মাণের কারণে ভূমিকম্প প্রাণঘাতী হয়, এবং অনেকেই ধ্বংসস্তূপে আটকা পড়ে।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.