৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ফের কাঁপল আফগানিস্তান

প্রকাশ :
সংশোধিত :

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ পর্বত এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। মাত্র দুই মাস আগেই দেশটিতে ভয়াবহ আরেকটি ভূমিকম্পে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল।
ইউএসজিএসের তথ্যানুসারে, রোববার (০২ নভেম্বর) গভীর রাতে মাজার-ই-শরিফের কাছাকাছি খোলম এলাকায় স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। প্রথমে ভূমিকম্পটির গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার হিসেবে জানানো হয়।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি, পরে তা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট দেশটির পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৬ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.