তিন মাসে ১,৬২০ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন

প্রকাশ :
সংশোধিত :

দেশে জ্বালানির চাহিদা পূরণে আগামী মে, জুন ও জুলাই মাসে তিনটি এলএনজি কার্গো আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে প্রায় ১ হাজার ৬২০ কোটি ৫ লাখ ২৮ হাজার ৬৬৪ টাকা।
মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, মে মাসে সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং থেকে ১১.১৫ ডলার প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) দরে এক কার্গো এলএনজি আমদানিতে খরচ হবে প্রায় ৫৩৫ কোটি টাকা। জুন মাসে গানভর সিঙ্গাপুর থেকে ১১.২৭ ডলার দরে এক কার্গো আমদানিতে ব্যয় হবে প্রায় ৫৪১ কোটি টাকা। জুলাই মাসে ভিটল এশিয়া থেকে একই পরিমাণ এলএনজি কিনতে খরচ হবে প্রায় ৫৪৫ কোটি টাকা।
প্রতি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে।

