স্টারলিংককে লাইসেন্স প্রদান করলো বিটিআরসি

প্রকাশ :
সংশোধিত :

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য স্টারলিংককে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে প্রতিষ্ঠানটির হাতে দুটি লাইসেন্স তুলে দেওয়া হয়; একটি ‘নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স’ এবং অন্যটি ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটাস লাইসেন্স’।
প্রতিষ্ঠানটি ১০ বছরের মেয়াদে নন জিওষ্টেশনারি স্যাটেলাইট অরবিট (এনজিএসও) লাইসেন্স পেয়েছে।
এই লাইসেন্সের মাধ্যমে স্টারলিংক বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং নির্ধারিত তরঙ্গ ব্যবহার করে ইন্টারনেট সেবা দিতে পারবে। এছাড়া তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করতে পারবে।
লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে স্টারলিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক রেবেকা স্লিক হান্টার এবং বিটিআরসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

