সিরামিক শিল্পে সুশাসন নিশ্চিতের আহ্বান বিসিএমইএ সভাপতির

প্রকাশ :
সংশোধিত :

বাংলাদেশ সিরামিক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সংস্থা (বিসিএমইএ)-এর সভাপতি ময়নুল ইসলাম দেশের সিরামিক শিল্পের টেকসই বৃদ্ধির জন্য সুশাসনের প্রয়োজনীয়তা গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন।
তিনি বলেন, “শাসন ব্যবস্থা উন্নত না হলে কিছুই উন্নতি হবে না। যখন আমি সংস্কারের সুযোগ ও সামনে আসা চ্যালেঞ্জগুলো দেখি, তখন গভর্ন্যান্স বা শাসন ব্যবস্থার সংস্কারই প্রথম হতে হবে।”
এই মন্তব্য তিনি সোমবার “ব্যবসায়িক পরিবেশ: সংস্কার, সুযোগ ও সামনে আসা চ্যালেঞ্জ” শীর্ষক রাউন্ডটেবিল আলোচনায় উল্লেখ করেন।
আলোচনা অনুষ্ঠানটি রাজধানীর লেকশোর হাইটসে দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেস (এফই) আয়োজন করে। এ আলোচনা সভায় নীতি নির্ধারক, বেসরকারি খাতের নেতা, অর্থনীতিবিদ এবং থিঙ্ক ট্যাঙ্কের প্রতিনিধিরা একত্রিত হন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) উপ-চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।
সিরামিক পণ্য নিয়ে ময়নুল ইসলাম বলেন, “আমি এটিকে একটি ‘নীরব পণ্য’ বলে অভিহিত করি, কারণ এটি কোনো শব্দ করে না, তবুও আমরা প্রতিদিন এটি ব্যবহার করি, এর গুরুত্ব সচেতনভাবে বুঝি না এবং এটি উৎপাদন করাও খুবই কঠিন।”
পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ-এর অর্থনীতিবিদ হাসনাত আলম, ড. মাসরুর রিয়াজ-এর পক্ষ থেকে রাউন্ডটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সেশনটি পরিচালনা করেন দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক ও সিইও শামসুল হক জাহিদ, এবং মডারেটর হিসেবে ছিলেন এফই-এর অনলাইন ও ডিজিটাল কনটেন্ট বিভাগের প্রধান শিয়াবুর রহমান শিহাব।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.