রাজধানীর ইসিবি চত্বরে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

রিপোর্ট

প্রকাশ :

সংশোধিত :

যুগোপযোগী ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন ইসিবি চত্বরে রূপালী ব্যাংক পিএলসি’র ঢাকা সেনানিবাস কর্পো: শাখার আওতাধীন ৩৪তম বালুঘাট উপশাখা উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারসুমা আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, খবর প্রেসবিজ্ঞপ্তি।   

ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোহাম্মদ শাহজাহান চৌধুরী, এস. এম দিদারুল ইসলাম ও সালামুন নেছা উপস্থিত ছিলেন। 

এ সময় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল হালিম, মোহাম্মদ আফজাল হোসেন, আফরোজা সুলতানা, মো. রিয়াজ হোসেন খান, রুকন আহমেদ লিখন ও মো. নাজিম উদ্দিনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর