নভেম্বরে কমেছে বাংলাদেশের রপ্তানি আয়: রপ্তানি উন্নয়ন ব্যুরো

প্রকাশ :

সংশোধিত :

চলতি অর্থবছরের শেষ চার মাসে দেশের রপ্তানি আয়ের নিম্নমুখী হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, নভেম্বর মাসে রপ্তানি আয় ৫ দশমিক ৫৪ শতাংশ কমে ৩৮৯ কোটি ১৫ লাখ ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এই আয় ছিল ৪১১ কোটি ৯৬ লাখ ডলার।

অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে রপ্তানি আয় ১ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে; অক্টোবর মাসে রপ্তানি হয়েছে ৩৮২ কোটি ৩৮ লাখ ডলারের পণ্য।

যদিও চার মাস ধরে আয়ের ধারা নেমে গেলেও চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রপ্তানি আয় সামান্য বেড়েছে। এ সময় দেশে রপ্তানি থেকে এসেছে ২ হাজার ২ কোটি ৮৫ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৬২ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে রপ্তানি আয় ছিল ১ হাজার ৯৯০ কোটি ৬০ লাখ ডলার।

ইপিবি জানিয়েছে, “এক মাসের ব্যবধানে ঊর্ধ্বমুখী প্রবণতা রপ্তানি খাতের স্থিতিশীলতা ও অভিযোজন ক্ষমতার প্রমাণ দেয়।”

রপ্তানি আয়ের মধ্যে তৈরি পোশাক খাত অন্যতম প্রধান, যা নভেম্বর মাসে ৩১৪ কোটি ৯ হাজার ডলার দিয়েছে। ২০২৪ সালের একই সময়ে এই খাত থেকে আয় ছিল ৩৩০ কোটি ৬১ লাখ ডলার, যা থেকে বোঝা যায় রপ্তানি আয় প্রায় ৫ শতাংশ কমেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ৬৩ দশমিক ৫০ বিলিয়ন ডলার। জুলাই মাসে রপ্তানি আয় ২৪ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি পায়, কিন্তু অগাস্ট থেকে ধারা ধীরে ধীরে নেমে আসে। অগাস্টে ২ দশমিক ৯৩ শতাংশ, সেপ্টেম্বর ৪ দশমিক ৬১ শতাংশ, এবং অক্টোবর মাসে ৭ দশমিক ৪৩ শতাংশ হ্রাস লক্ষ্য করা গেছে।

গত অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় ছিল ৪ হাজার ৮২৮ কোটি ডলার, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি।

সর্বশেষ খবর