যুক্তরাষ্ট্রের পণ্যে অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করছে চীন

প্রকাশ :
সংশোধিত :

এবার ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক কাণ্ডের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সব ধরনের পণ্যের ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে চীন।
আগামী ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া পণ্যের ওপর বর্তমানে প্রযোজ্য শুল্কের পাশাপাশি এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছে বেইজিংয়ের অর্থ মন্ত্রণালয়।
এছাড়া, সাতটি বিরল খনিজ উপাদানের রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এসব উপাদানের মধ্যে রয়েছে গ্যাডোলিনিয়াম ও ইট্রিয়াম।
এদিকে চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে তারা বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে মামলা করবে।
চীনের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করার পরপরই কঠোর পাল্টা প্রতিক্রিয়া জানায় বেইজিং।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব আমদানি পণ্যের ওপর সাধারণভাবে ১০ শতাংশ হারে শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন, যা শুক্রবার (৪ এপ্রিল) রাত থেকে কার্যকর হচ্ছে। একইসঙ্গে, বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে থাকা বেশ কয়েকটি দেশের ওপর প্রায় ৫০ শতাংশ পর্যন্ত প্রতিশোধমূলক শুল্ক বসানো হয়েছে।

