বাণিজ্য ছাড় নিয়ে মতানৈক্য
যুক্তরাজ্যের সঙ্গে ৪ হাজার ১৬০ কোটি ডলারের চুক্তি স্থগিত যুক্তরাষ্ট্রের

প্রকাশ :
সংশোধিত :

বাণিজ্য ছাড় নিয়ে মতানৈক্যের জেরে যুক্তরাজ্যের সঙ্গে স্বাক্ষরিত ৪ হাজার ১৬০ কোটি ডলারের ‘ল্যান্ডমার্ক’ বাণিজ্য চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত সেপ্টেম্বরে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, পরমাণু শক্তি ও কোয়ান্টাম প্রযুক্তিসহ বিভিন্ন কৌশলগত খাতে দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের কথা ছিল।
তবে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, যুক্তরাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি খাতের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শুল্কছাড় দিতে সম্মত হলেও, যুক্তরাষ্ট্র শুল্কমুক্ত সুবিধা আরও বাড়ানোর দাবি জানায়। এ নিয়ে চলতি মাসের শুরুতে একাধিক বৈঠক হলেও দুই পক্ষ নিজ অবস্থানে অনড় থাকায় গত সপ্তাহে চুক্তিটি স্থগিতের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।
চুক্তি স্থগিত হলেও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে যুক্তরাজ্যের অবস্থান পরিষ্কার করে দেশটির এক কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময়েই দৃঢ় ছিল এবং এখনও তা আছে। আমরা দু’টি লক্ষ্য পূরণে এই চুক্তির অংশীদার হয়েছিলাম— বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের সাধারণ জনগণের কাছে প্রযুক্তিগত বিভিন্ন সুযোগ-সুবিধাকে আরও সহজলভ্য করা। আমরা আমাদের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”


For all latest news, follow The Financial Express Google News channel.