ট্রাম্পের শুল্কনীতি: ৭৫ দেশের ওপর স্থগিত, চীনের ওপর বাড়িয়ে ১২৫ শতাংশ

প্রকাশ :
সংশোধিত :

৭৫টি দেশের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, চীনের ওপর শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে। এর ফলে, যুক্তরাষ্ট্র এখন চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আদায় করবে।
ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারের সঙ্গে যে আচরণ করেছে, তা আর সহ্য করা হবে না। চীনের আমেরিকা থেকে সুবিধা নেয়ার যুগ শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
চীন এই সিদ্ধান্তে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৮৪ শতাংশ করেছে।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.