অর্থনৈতিক অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি

প্রকাশ :
সংশোধিত :

যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমার সম্ভাবনা এবং সরকারের শাটডাউন ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির আশঙ্কায় বিনিয়োগকারীদের স্বর্ণের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ নভেম্বর) সকালে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বেড়ে আউন্স প্রতি ৪ হাজার ০১০ ডলারে পৌঁছায়। বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের ঊর্ধ্বমুখী প্রবণতা এখনও বজায় রয়েছে। এর পেছনের মূল কারণ হলো—বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় এবং সুদের হার কমার সম্ভাবনা।
একই দিনে স্পট সিলভার ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮ দশমিক ৫৮ ডলারে, প্লাটিনাম শূণ্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৫৪৭ দশমিক ৪৫ ডলারে এবং প্যালাডিয়াম শূণ্য দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৪ দশমিক ১৮ ডলারে উঠেছে। তবে সপ্তাহভিত্তিক হিসাব করলে এই তিনটি ধাতুর দামই নিম্নমুখী ছিল।
গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে সরকারি ও খুচরা খাতের চাকরির বাজারে প্রবল হ্রাস এসেছে। ব্যয়সংকোচন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বৃদ্ধির কারণে সংস্থাগুলো ছাঁটাই বাড়িয়েছে। দুর্বল চাকরির বাজার সাধারণত ফেডকে সুদের হার কমাতে উৎসাহিত করে।
বাজার বিশ্লেষকরা বলছেন, এখন ডিসেম্বরেই ফেডের আরও একটি সুদের হার হ্রাসের সম্ভাবনা ৬৭ শতাংশ, যা পূর্বে ছিল প্রায় ৬০ শতাংশ। গত সপ্তাহে ফেড সুদের হার কমিয়েছে, এবং চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন—এটাই সম্ভবত এ বছরের শেষ হার হ্রাস।
এএনজেড ব্যাংকের পণ্য বিশ্লেষক সোনি কুমারি বলেন, বর্তমানে বাজারের দৃষ্টি মূলত যুক্তরাষ্ট্রের ম্যাক্রোইকোনমিক সূচক এবং সরকার কবে শাটডাউন কাটিয়ে উঠবে তার দিকে। এই অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বৃদ্ধি করছে।
দীর্ঘস্থায়ী কংগ্রেসীয় অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকার শাটডাউন চলছে, যা বিনিয়োগকারীদের পাশাপাশি ফেডকেও বেসরকারি খাতের সূচকের ওপর নির্ভর করতে বাধ্য করছে।


For all latest news, follow The Financial Express Google News channel.