দেশে ফের সোনার দাম বৃদ্ধি, রুপার দাম অপরিবর্তিত

প্রকাশ :

সংশোধিত :

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম বৃদ্ধি করেছে। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে, ফলে ভালো মানের সোনার দাম দুই লাখ বারো হাজার টাকার ওপরে পৌঁছে গেছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি করা হয়েছে আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার দুইশত চুয়াল্লিশ ডলার।

নতুন দামের হিসাব অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের এক ভরির দাম দুই লাখ বারো হাজার একশত চল্লিশ চার টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম দুই লাখ দুই হাজার চারশত নিরানব্বই টাকা, ১৮ ক্যারেটের এক ভরির দাম এক লাখ তেহট্টাশ হাজার পাঁচশত ব্বত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম এক লাখ চুয়াল্লিশ হাজার চারশত চব্বিশ টাকা।

রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম চার হাজার দুইশত ছয় টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা চার হাজার সাত টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপা তিন হাজার চারশত ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম দুই হাজার ছয়শত এক টাকা। 

সর্বশেষ খবর