দেশে ঢুকল ৬০ টন ভারতীয় পেঁয়াজ, পাইকারিতে দাম কমল ৩০ টাকা

প্রকাশ :

সংশোধিত :

দীর্ঘ বিরতির পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় দুটি ট্রাকে করে এই পেঁয়াজ দেশে প্রবেশ করে।

সরকারের পক্ষ থেকে সীমিত আকারে আমদানির অনুমতি দেওয়ার পর এই চালানটি এলো। এর প্রভাবে স্থানীয় বাজারে একদিনের ব্যবধানেই পেঁয়াজের দাম উল্লেখযোগ্য হারে কমেছে।

পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানির খবরেই বাজারে বড় প্রভাব পড়েছে। শনিবার পাইকারি দর ছিল ১১০ টাকা এবং খুচরা ১২০ টাকা। রোববার ভারতীয় পেঁয়াজ ঢোকার খবরে পাইকারি দর কমে ৮০ টাকায় এবং খুচরা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ পাইকারি বাজারে কেজিতে ৩০ টাকা কমেছে।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, ৩০ জন ব্যবসায়ীর অনুকূলে মোট ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়া হয়েছে। এর মধ্যে আজ ৬০ টন এসেছে। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল। 

সর্বশেষ খবর