বস্ত্র খাতের প্রবৃদ্ধির জন্য নীতি সংস্কার ও সরকারের সহায়তার আহ্বান বিটিএমএ সভাপতির

প্রকাশ :

সংশোধিত :

বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল দেশের বস্ত্র খাতের চ্যালেঞ্জের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস আয়োজিত একটি রাউন্ডটেবিল আলোচনায় তিনি বলেন, “আমরা রপ্তানি বা বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাচ্ছি না,” এবং এই ধীরগতি তিনি সঠিক নীতি ও সরকারের সহায়তার অভাবের সঙ্গে যুক্ত করেছেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে শোকাত বলেন, “আমি প্লাস্টিক বোতলের একটি প্রকল্প শুরু করেছিলাম এবং এটি প্রাক্তন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে উপস্থাপন করি। তিনি আমার উদ্যোগের প্রশংসা করেছিলেন, কিন্তু আজও আমি প্লাস্টিক বোতল আমদানি করার অনুমতি পাইনি।”

বিটিএমএ প্রধান আরও যোগ করেন যে, বর্জ্য ব্যবস্থাপনা একটি লাভজনক উদীয়মান ব্যবসা, তবুও সরকার এই খাতের প্রতি খুব কম মনোযোগ দিয়েছে, যদিও বর্জ্য আন্তর্জাতিকভাবে বাণিজ্য হয়। “আমার জন্য এটি কেবল বর্জ্য নয়, এটি একটি কাঁচামাল। আমি এটিকে ফাইবার, জিওটেক্সটাইল বা প্লাস্টিকে রূপান্তর করতে পারি,” তিনি বলেন। তিনি স্পষ্ট নীতি প্রণয়নের এবং সরকারি জটিলতা দূর করার প্রয়োজনীয়তা তুলে ধরেন, কারণ এই প্রতিবন্ধকতাগুলো ব্যবসায়ীদের সম্পদ যেমন ফাইবার ও জিওটেক্সটাইল সম্পূর্ণভাবে ব্যবহার করতে বাধা দেয়।

তিনি সরকারকে তাৎক্ষণিক প্রণোদনা দেওয়ার আহ্বানও জানান এবং সতর্ক করেন, “যদি সময়মতো সহায়তা না দেওয়া হয়, ভবিষ্যতের সুযোগ হারিয়ে যাবে। যদি ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়, তাহলে কে অতিরিক্ত গ্যাস ব্যবহার করবে? আমাদের সমর্থন করুন, ব্যবসা করতে দিন, আমরা কর, রাজস্ব ও কর্মসংস্থান বৃদ্ধিতে অবদান রাখব, এটাই আমরা সরকারের কাছে প্রত্যাশা করি। আমাদের জীবন কঠিন করবেন না; আমরা ইতিমধ্যেই অনেক সমস্যার মধ্যে কাজ করছি।”

তিনি আরও সতর্ক করেন যে, উদ্যোক্তারা, তাদের প্রতিভা ও বিনিয়োগ সত্ত্বেও, যদি স্থায়ী প্রতিবন্ধকতার সম্মুখীন হন, তবে হতাশ হয়ে পড়েন, অথচ সরকার বিদেশী বিনিয়োগের দিকে নজর দিচ্ছে।

এছাড়াও তিনি মানবসৃষ্ট ফাইবারের সম্ভাবনার প্রতি গুরুত্বারোপ করেন এবং নতুন বৃদ্ধির সুযোগ অনুসন্ধানের জন্য সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন  প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত  লুৎফে সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, এবং রপ্তানি প্রবর্ধন ব্যুরো (ইপিবি)-এর উপ-চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। 

সর্বশেষ খবর