ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বেড়েছে ২ হাজার কোটি টাকা: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশ :

সংশোধিত :

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করায় বাংলাদেশের বাণিজ্য খরচ প্রায় ২ হাজার কোটি টাকা বেড়েছে। তবে খরচ কমাতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। 

বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ দুশ্চিন্তার বিষয় হলেও এটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে সমস্যার সমাধানে সরকার কাজ করছে বলে জানান তিনি। 

এছাড়া তিনি জানান, সরকারি গুদামে পর্যাপ্ত চাল মজুত আছে এবং নতুন ধান বাজারে এলেই আগামী দুই সপ্তাহের মধ্যে চালের দাম কমে যাবে। 

সর্বশেষ খবর