শ্রমিক অসন্তোষে তৈরি পোশাক শিল্পে ৪০০ মিলিয়ন ডলারের ক্ষতি: বিজিএমইএ

রিপোর্ট

প্রকাশ :

সংশোধিত :

গত সেপ্টেম্বর থেকে এক মাসেরও বেশি সময় ধরে চলমান সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে দেশের তৈরি পোশাক শিল্প ৪০০ মিলিয়ন (৪০ কোটি) মার্কিন ডলারের উৎপাদন ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে সরকারের সার্বিক সহায়তায় সব ধরনের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। 

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, "পোশাক শিল্প একটি চ্যালেঞ্জিং সময় পার করে বর্তমানে স্থিতিশীলতা অর্জন করেছে। সরকার, মালিক, শ্রমিক, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীরসহ সকলের সহযোগিতায় অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে।" 

শ্রমিক অসন্তোষের কারণে অনেক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কোনো কারখানায় অন্তত তিন মাসের জন্য গ্যাস ও বিদ্যুতের মতো ইউটিলিটি পরিষেবা বিচ্ছিন্ন না করার জন্য তিনি সরকারকে অনুরোধ করেন।

বিজিএমইএ সভাপতি সরকারকে ব্যাঙ্কের সুদের হার একক সংখ্যায় নামিয়ে আনার আহ্বান জানান। 

সর্বশেষ খবর