কৃষকের কাছ থেকে আলু ক্রয় করবে সরকার: কৃষি উপদেষ্টা

প্রকাশ :

সংশোধিত :

কৃষকের কাছ থেকে সরকার আলু ক্রয় করবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেন, "সরকারি পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে কৃষকের কাছ থেকে আলু ক্রয় করা হবে। আলু বেচাকেনায় মিডলম্যানরাই বেশি টাকা পায়, কিন্তু কৃষক পায় না।" 

সেজন্য কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দামও সরকার নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন তিনি। 

শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে মিরপুর বিভাগের দারুসসালাম থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের বিদেশ থেকে আলু বীজ আমদানি করতে হয়। আমদানিতে খরচও বেশি। আমরা এখন চেষ্টা করতেছি ভবিষ্যতে আলু বীজ যেন আমদানি করতে না হয়।... বিদেশ থেকে আলু বীজ আমদানিতে অনেক খরচ হয়ে যাচ্ছে। আমরা যদি নিজেরাই বীজ উৎপাদন করতে পারি তাহলে কৃষকরা অল্প দামেই আলু বীজ নিতে পারবে। 

এবার কিন্তু কৃষকরা আলুর দাম পায় উল্লেখ করে তিনি বলেন, "দাম না পাওয়ায় হয়তো ভবিষ্যতে কৃষক আর আলু বুনতেই চাইবে না, এমন শঙ্কা দেখা দিয়েছে। তাই আমরা চিন্তাভাবনা করছি, সরকারি পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করবো। যেহেতু মিডলম্যানরাই বেশি টাকা পায়, কিন্তু কৃষক টাকা পায় না, সেজন্য আমরা আলুর দামও নির্ধারণ করে দেবো কোল্ড স্টোরেজ পর্যায়ে।" 

সর্বশেষ খবর