দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো চাল, দাম সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশ :

সংশোধিত :

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো মৌসুমের চাল আসবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন ধান বাজারে এলে চালের দাম কিছুটা সহনীয় পর্যায়ে নেমে আসবে।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি, সরবরাহ ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই চালের দাম বেড়ে রয়েছে, যা দুঃখজনক। তবে বোরো মৌসুমের ধান থেকেই মূলত নাজিরশাইল ও মিনিকেট জাতের চিকন চাল উৎপন্ন হয়। তিনি আরও বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে ছিল, বিদ্যুৎ সরবরাহ ছিল ভালো এবং সারেরও কোনো ঘাটতি ছিল না। এসব কারণে ভালো ফলনের আশা করা যাচ্ছে, এবং এতে চালের বাজারে কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে।

কৃষিপণ্যের বিষয়ে তিনি বলেন, কৃষিপণ্য একটি পরিবর্তনশীল ও গতিশীল বিষয়। তবে সরকার সব সময় সতর্ক দৃষ্টিতে বাজার পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে।

ট্রাম্পের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এলে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টিই হবে আলোচনার কেন্দ্রবিন্দু। 

সর্বশেষ খবর