ডিমের নতুন দাম নির্ধারণ, ভোক্তা পর্যায়ে প্রতি ডজন ১৪২.৪৪ টাকা

রিপোর্ট

প্রকাশ :

সংশোধিত :

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে নতুন করে ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।  উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ের জন্য ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করা হয়েছে। 

বুধবার (১৬ অক্টোবর) থেকেই নির্ধারিত দাম কার্যকর হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। 

তিনি জানান, বুধবার থেকে উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে ভোক্তা পর্যায়ে প্রতি ডজন ডিমের দাম দাঁড়াবে ১৪২ টাকা ৪৪ পয়সা।

সর্বশেষ খবর