বৈষম্যের অবসান ঘটাতে গ্রামীণ ব্যাংকের জন্য ৫ বছরের কর অব্যাহতি নিশ্চিত করা হয়েছে: এনবিআর

রিপোর্ট

প্রকাশ :

সংশোধিত :

সোমবার (১৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বৈষম্য দূর করতে আগামী পাঁচ বছরের জন্য গ্রামীণ ব্যাংকের আয়কর মওকুফ করেছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাত ধরে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ১৯৮৩ সালে তার প্রতিষ্ঠার পর থেকে কর অব্যাহতি ভোগ করে আসছে। কিন্তু ২০২০ সালে সুবিধাগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার ১০ অক্টোবর এক আদেশের মাধ্যমে ২০২৯ সাল পর্যন্ত এ সুবিধা পুনঃস্থাপন করা হয়েছে। 

এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, বিদ্যমান বৈষম্যের অবসান ঘটাতে গ্রামীণ ব্যাংককে কিছু শর্তে ৩১ ডিসেম্বর, ২০২৯ পর্যন্ত সকল আয়কর মওকুফ করা হয়েছে।

তবে শর্তগুলির কোনও বিবরণ দেওয়া হয়নি। 

এতে উল্লেখ করা হয়েছে, গ্রামীণ ব্যাংকের মতো সমজাতীয় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী অন্যান্য প্রতিষ্ঠান কর সুবিধা ভোগ করছে।

তবে, গেজেট অনুযায়ী গ্রামীণ ব্যাংককে এখনও বার্ষিক আয়কর রিটার্ন জমা দিতে হবে।

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটিকে সুপার ট্যাক্স বা ব্যবসায়িক মুনাফা কর প্রদান থেকে অব্যাহতি দিয়ে যেকোনো আয়ের উপর আয়কর মওকুফ করা হয়েছিল। 

এনবিআরের প্রেস রিলিজে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ এবং পরবর্তী গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ এর মাধ্যমে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক কোনো তফসিলি ব্যাংক নয় এবং প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে। 

সর্বশেষ খবর