৮২ কোটি টাকার ঋণ আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলল ইসলামী ব্যাংক

প্রকাশ :
সংশোধিত :

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ৮২ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠান ও ধানমন্ডির একটি ভবনসহ জমি নিলামে তুলেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় এক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ এপ্রিল পর্যন্ত সুদসহ মোট পাওনা প্রায় ৮১ কোটি ৮০ লাখ টাকা। ঋণ আদায়ে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
নিলামে তোলা প্রতিষ্ঠান ও স্থাপনাগুলো হলো, এস আলম স্টিলস, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এবং রাজধানীর ধানমন্ডির চারতলা দালানসহ ৪১ দশমিক ৭৫ শতাংশ জমি।
ঋণগ্রহীতাদের তালিকায় এস আলম গ্রুপের এমডি মো. সাইফুল আলম মাসুদ, চেয়ারম্যান আবদুস সামাদসহ আরও কয়েকজন পরিচালক ও শেয়ারহোল্ডারের নাম রয়েছে।
এর আগেও ইসলামী ব্যাংক প্রায় ১২ হাজার কোটি টাকার ঋণ আদায়ের লক্ষ্যে এস আলম গ্রুপের চিনিকল, স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য স্থাপনাও নিলামে তোলে।

