টানা নয় দিন পর শেয়ারবাজারে বড় দরপতন, কমেছে লেনদেন

প্রকাশ :
সংশোধিত :

টানা নয় কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)– দুই বাজারেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, কমেছে লেনদেনের পরিমাণও।
ডিএসইতে দিন শেষে ১১৭টি কোম্পানির শেয়ারের দাম বাড়লেও, ২৩২টির কমেছে এবং ৫০টির কোনো পরিবর্তন হয়নি। প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩৫৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট কমে ২,০৫৮ এবং শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১,১৬৪ পয়েন্টে নেমে এসেছে।
লেনদেনেও দেখা গেছে পতন। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৬৫ কোটি ৪ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৮৭ কোটি টাকা কম।
এদিকে, চট্টগ্রামের সিএসইতেও একই প্রবণতা দেখা গেছে। সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৯ পয়েন্ট। দিন শেষে ২৪৭ কোম্পানির মধ্যে ৮৩টির দাম বেড়েছে, ১৪০টির কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এখানে লেনদেন হয়েছে মাত্র ১০ কোটি ৯৭ লাখ টাকা, আগের দিনের তুলনায় যা অনেক কম।
বিশ্লেষকরা বলছেন, টানা উত্থানের পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং ব্যাংক ও আর্থিক খাতে শেয়ার বিক্রি বেড়ে যাওয়াই এই দরপতনের প্রধান কারণ।

