টানা চতুর্থ দিনে শেয়ারবাজারে পতন

প্রকাশ :
সংশোধিত :

দীর্ঘস্থায়ী অর্থনৈতিক উদ্বেগের ফলে দিনের শেষে নিম্নমুখী ছিলো শেয়ারবাজার।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৭ দশমিক ৩৩ পয়েন্টে।
ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস৩০ ২ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৫ দশমিক ৩৯ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৪ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৩ দশমিক ৭১ পয়েন্টে।
বাজারের একটি গুরুত্বপূর্ণ সূচক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩৯ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ১৪ দশমিক ৪ শতাংশ কম।
মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়, যার মধ্যে ১২৪টি শেয়ারের দাম বেড়েছে, ১৯০টি কমেছে এবং ৮২টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
বিচ হ্যাচারি ছিল সর্বাধিক লেনদেন হওয়া শেয়ার,। এর লেনদেনের পরিমাণ ছিল ১৫৯ দশমিক ৩২ মিলিয়ন টাকা। এরপর ছিল উত্তরা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং এনআরবি ব্যাংক।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) দিন শেষ করেছে নিম্নমুখী অবস্থায়। সিএসইর অল শেয়ার প্রাইস ইনডেক্স (সিএএসপিআই ) ৬৩ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫৯ পয়েন্টে এবং সিলেকটিভ ক্যাটাগরিজ ইনডেক্স (সিএসসিএক্স) ৪২ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৮৫ পয়েন্টে।
বন্দরনগরীর এই শেয়ারবাজারে মোট ২ দশমিক ১২ মিলিয়ন শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়, যার মোট লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা।

