সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন শুরু, আধা ঘণ্টায় ১২০ কোটি টাকার লেনদেন

প্রকাশ :
সংশোধিত :

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১২০ কোটি টাকা।
সোমবার (২১ জুলাই) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়েছে।
ডিএসইর তথ্য মতে, সোমবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭ দশমিক ২৭ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৫ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২১১ দশমিক ৩০ পয়েন্টে ও ১ হাজার ১৪২ দশমিক ২২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৭ দশমিক ২৫ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৯টির কোম্পানির শেয়ারের, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টি। এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১২০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১৫ দশমিক ১৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৮ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৪৯১ দশমিক ৬৫ পয়েন্টে ও ৮ হাজার ৮৩৯ দশমিক ৬১ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ৮৬ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৪ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১১১ দশমিক ৮৫ পয়েন্টে ও ১২ হাজার ৫৬৭ দশমিক ৮০ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ২ দশমিক ০৯ পয়েন্ট। সূচক অবস্থান করছে ৯২২ দশমিক ৭৩ পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে ৫৪ লাখ ৩৪ হাজার টাকার।

