সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন শুরু, ৩৩ কোটি টাকার লেনদেন

রিপোর্ট

প্রকাশ :

সংশোধিত :

সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে ৩৩ কোটি ৯৬ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত), ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৫১৩৫.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএসইএস সূচক ৪.১২ পয়েন্ট বেড়ে ১১৪৪.১৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.৫৩ পয়েন্ট বেড়ে ১৮৮৯.৪৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এ সময় ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৫টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, ৪৯টির দাম কমেছে এবং ৬৬টি কোম্পানির শেয়ার দাম অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ প্রধান সূচক সিএএসপিআই ১১.১৭ পয়েন্ট বেড়ে ১৪৩১৫.১৭ পয়েন্টে এবং সিএসআই সূচক ০.৭৮ পয়েন্ট বেড়ে ৯২৬.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময় সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮ লাখ ১৭ হাজার টাকার শেয়ার, যেখানে ২৫টি কোম্পানির শেয়ারের মধ্যে ১৪টির দাম বেড়েছে, ২টির দাম কমেছে এবং ৯টি কোম্পানির শেয়ার দাম অপরিবর্তিত রয়েছে। 

সর্বশেষ খবর