সপ্তাহের প্রথম দিনে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতন

প্রকাশ :

সংশোধিত :

সপ্তাহের শুরুতেই দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন ক্ষতির মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ রোববার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও বেশিরভাগ শেয়ারের দাম কমেছে।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে গেছে। একইসঙ্গে শরিয়াহভিত্তিক ডিএসইএস ও ব্লু-চিপ কোম্পানির সূচক ডিএস৩০ সূচকও ৭ পয়েন্ট করে হারিয়েছে।

দিনের প্রথমার্ধে ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম কমেছে ২২৫টির, বেড়েছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি। এ সময় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭০ কোটি টাকার বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধরনের ধস দেখা গেছে। সেখানে সার্বিক সূচক ৬৯ পয়েন্ট কমে যায়।

সিএসইতে দিনের প্রথমার্ধে ৮৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৫৬টির দাম কমেছে, ২৩টির বেড়েছে এবং ৯টির কোনো পরিবর্তন হয়নি। এ সময় সিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ১ দশমিক ৭ কোটি টাকার। 

 

সর্বশেষ খবর