শেয়ারবাজারে ঢালাও দরপতন চলছে

প্রকাশ :

সংশোধিত :

রোববার (১৩ এপ্রিল) দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়েছে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। তবে সিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ শেয়ারের দাম বাড়ার মাধ্যমে, ফলে সূচক ঊর্ধ্বমুখী হয়। কিন্তু,আধাঘণ্টার মধ্যে সূচক নেতিবাচক হয়ে পড়ে এবং লেনদেনের শেষের দিকে দাম আরও কমতে থাকে। বেশিরভাগ ভাল, মন্দ এবং মাঝারি মানের কোম্পানির শেয়ার মূল্য কমে যায়, সেই সঙ্গে মিউচুয়াল ফান্ডের শেয়ারেও দরপতন ঘটে।

দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে ৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ২৭০টির। আর ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৮টির শেয়ার দাম বেড়েছে এবং ১৩৮টির দাম কমেছে। আর ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ১২টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ৬৩টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এছাড়া, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে ৫১৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচক, ডিএসই শরিয়াহ সূচক এবং ডিএসই-৩০ সূচকও কমে গেছে। সবশেষে, ডিএসইতে দিনের লেনদেনের পরিমাণ ছিল ৪১৪ কোটি ৩১ লাখ টাকা, যা আগের দিনের ৫৪০ কোটি ১৬ লাখ টাকার তুলনায় ১২৫ কোটি ৮৫ লাখ টাকা কম। 

সর্বশেষ খবর