পুঁজিবাজারে সূচকের পতন, ডিএসই-তে বেড়েছে লেনদেন
প্রকাশ :
সংশোধিত :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে। তবে সিএসইতে লেনদেন কমলেও, ডিএসইতে বেড়েছে।
ডিএসইতে এইদিন কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯.০৬ পয়েন্ট কমে ৫,১০৫.৪৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএস-৩০ সূচক ৭.৫২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২.০৫ পয়েন্ট কমে যথাক্রমে ১,৮৮১.৮৯ পয়েন্ট এবং ১,১৪০.০৪ পয়েন্টে রয়েছে।
এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। মোট ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ৩০৪ কোটি ২৩ লাখ টাকার। অর্থাৎ, লেনদেন বেড়েছে ৪৭ কোটি ৩৬ লাখ টাকা।
এছাড়া, ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৫টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, ১৯৮টির কমেছে এবং ৯১টির অপরিবর্তিত রয়েছে।
অপরদিকে, সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৪৪ পয়েন্ট এবং সিএসসিএক্স সূচক ৪০.৯৯ পয়েন্ট কমে যথাক্রমে ১৪,৩০৪.০০১ পয়েন্ট এবং ৮,৭০২.০০২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেনের পরিমাণও কমে ৪ কোটি ২৭ লাখ টাকায় নেমেছে, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৭৯ লাখ টাকা। অর্থাৎ, লেনদেন কমেছে ৫২ লাখ টাকা।
সিএসইতে ২০৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৯টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, ১১৫টির দাম কমেছে এবং ৪০টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।