মার্কিন শুল্ক হ্রাসে শেয়ারবাজারে দুর্দান্ত সূচনা, ডিএসইএক্স ৫৫০০ পয়েন্ট অতিক্রম

প্রকাশ :
সংশোধিত :

সপ্তাহের প্রথম দিন মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের জের ধরে উত্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে শেয়ারবাজার।
আজ রোববার (৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সকাল ১১টায় এই প্রতিবেদন লেখার সময় ৯৩ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে পৌঁছায়।
৩০টি কোম্পানির সূচক ডিএস৩০ ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ১৫৩ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৯৩ পয়েন্টে।
এদিন বাজারে লেনদেনের পরিমাণও বেড়ে সকাল ১১টা পর্যন্ত ৩৮৮ কোটি টাকায় দাঁড়ায়, যদিও অনেক বিনিয়োগকারী এখনও পুরোপুরি নতুন বিনিয়োগে আগ্রহী নন, তবে বাজারে ইতিবাচক পরিস্থিতি বিরাজ করছে।
সকাল ১১টা পর্যন্ত ডিএসইর ট্রেডিং ফ্লোরে মোট ২৭৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, ৫৫টির দাম কমেছে এবং ৬০টির দর অপরিবর্তিত রয়েছে।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া শেয়ার ছিলো উত্তরা ব্যাংকের। এরপরেই রয়েছে মালেক স্পিনিং মিলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন কেবলস এবং বাংলাদেশ স্পিনিং কর্পোরেশন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সকাল ১১টা পর্যন্ত সর্বমোট শেয়ার মূল্য সূচক (সিএএসপিআই) ২১৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৪২১ পয়েন্টে, এবং নির্বাচিত ক্যাটাগরির সূচক (সিএসসিএক্স) ১৪০ পয়েন্টের বেশি বেড়ে দাঁড়ায় ৯ হাজার৪৬৬ পয়েন্টে।

